আমি বঙ্গবন্ধু’র জন্য কাজ করি : লিপি ওসমান

লাইভ নারায়ণগঞ্জ : বুধবার (২৭ মার্চ) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে নারায়ণগঞ্জ মহিলা সংস্থার আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস, জাতীয় শিশু দিবস ও স্বাধীনতা দিবস ২০১৯ উপলক্ষে, এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা সংস্থার চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ এ.কে.এম শামীম ওসমানের সহধর্মীনি সালমা ওসমান লিপি বলেছেন, আমি দেশের  জন্য কাজ করি।
আমি বঙ্গবন্ধু’র জন্য কাজ করি। আমি প্রধানমন্ত্রীর জন্য কাজ করি। আমি শামীম ওসমান সাহেবের সহযোগীতায় কাজ করি। আমি আপনাদের সকলের জন্য কাজ করি।
এ সময় তিনি নারীদের উদ্দ্যেশে বলেন, আমি চেয়েছি আপনাদের সাথে দেখা করতে। আপনাদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর কথা বলা। আপনাদেরকে সঙ্গে নিয়ে নারী দিবসের কথা বলা। আপনাদেরকে সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের কথা বলা। আমাদের স্বাধীনাতা দিবসকে স্বরণ করা। নারী দিবস সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলবো, আমাদের ধর্মে এই নারীদের সর্বোচ্চ সম্মাণ দিয়েছেন।
আমরা যেন এই সম্মান নষ্ট হতে না দেই। যতদিন বাঁচবো সঠিক ধর্মকে অন্তরে ধারণ করে, নিজের ব্যক্তিত্বকে তিব্রতার সাথে কনফিডেন্ট করে, আমরা যেন আমাদের সম্মান আমাদের অস্তিত্বকে প্রতিষ্ঠিত করতে পারি। যখন সাহসী হয়ে আপনি এই মনোভাবকে নিয়ে এগিয়ে যাবেন তখন কেউ আপনাকে আটকাতে পারবে না। আঘাত আসবে! বাঁধা আসবে। অত্যাচার আসবে।
তিনি আরো বলেন, যখনই আপনি কনফিডেন্ট হবেন। আপনার ব্যক্তিত্বকে শক্ত করবেন তখনই দেখবেন আপনি কতটা শক্তিশালী। সম অধিকার আর ন্যয় বিচার এক কথা নয়। যা কিছু প্রাপ্য পুরুষের ঠিক নারীদেরও তাই প্রাপ্য। কিন্তু প্রাকৃতিক ভাবেই নারীরা দূর্বল হয়। কিন্তু কিছু ক্ষেত্রে কিছু অংশে নারীরা অনেক বেশি শক্তিশালী হয়। তাই আপনাদেরকে বলছি এই যে নারীর ক্ষমতায়ণ, এই যে নারীর অধিকার সবকিছুই পাবেন যদি আপনি আপনাকে প্রতিষ্ঠিত করেন।
জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা আব্দুল বারীর সভাপতিত্বে ও মহিলা সংস্থার জেলা কমিটির সদস্য ইসরত জাহান স্বৃতির সঞ্চালনায়, আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, প্রফেসর ড. শিরিন বেগম, জাতীয় মহিলা সংস্থার জেলা কমিটির সদস্য কামরুনন্নেছা মিতালী, জাতীয় মহিলা সংস্থার জেলা কমিটির সদস্য, মাহমুদা রহমান ডালিয়া, ১৩ ও ১৪ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী প্রমুখ।