লাইভ নারায়ণগঞ্জ: সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের গঞ্জকুমারিয়ায় সিয়াম সরদার (১৭) নামের মিশুক চালককে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত ১৮ মে রাতে নিহতের বাবা আবুল কালাম বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
৩জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়েছে। আসামীরা হলো- রাধানগর নেংটারবাড়ী এলাকার নূরে আলমের পুত্র ইয়ামিন (১৯), আলীরটেকের জিয়ার পুত্র নবী হোসেন (১৮), পুরান গোগনগরের জনু মিয়ার পুত্র জুম্মান (১৮)।
এর আগে, নিখোঁজের ৪ দিন পর গত ১৭ মে রাতে গঞ্জকুমারিয়ায় এিকটি ইটভাটার সামনে ওই মরদেহ পাওয়া যায়। তবে নিহত সিয়ামের মিশুকটি এখনো পাওয়া যায়নি। মামলায় অটোরিকশা ছিনতাই করে সিয়ামকে হত্যা করে লাশ গুমের অভিযোগ আনা হয়েছে।
নিহত সিয়ামের বাবা আবু কালাম সরদার জানান, জীবিকা নির্বাহের জন্য সিয়াম সরদার ডিক্রীরচর, বালুচর ও মুন্সীগঞ্জ লালমিয়ার চর সহ বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত অটো চালায়। ১৩ মে দুপুর থেকে তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর থানার এসআই আজহারুল ইসলাম জানান, আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। তবে লাশটি বিকৃত হয়ে যাওয়ায় কিভাবে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।