লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার উচিতপুরা ইউপির জাঙ্গালিয়ার চেঙ্গাকান্দি এলাকার আদম আলীর বাড়ির পাশে একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় লাশটি দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জের মর্গে প্রেরণ করেছে।
আড়াইহাজার থানার এসআই রফিদৌলা ঘটনাস্থল থেকে ফিরে জানান, নিহত যুবকের পরিচয় পাওয়া শনাক্ত করা যায়নি। পরনে লাল রঙয়ের শার্ট ও কালো রঙয়ের জিন্সের প্যান্ট পরিহিত রয়েছে। তার গায়ের রং কালো ও মাথার চুল ছোট।
এসআই আরও জানান, শনিবার রাতে কে কে বা কারা তাকে হত্যা করে লাশটি ফেলে রাখে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।