লাইভ নারায়ণগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আড়াইহাজারের ৩১ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে।
২৩ জানুয়ারী ( শনিবার ) আড়াইহাজার উপজেলা পরিষদের মিলনায়তনে এ আয়োজন করা হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেন ও জেলা প্রশাসনের কর্মকর্তারা জমির কাগজ ও গৃহের চাবি হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হ্যালো সরকার, সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হোসেন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সরকারী সকল বিভাগের কর্মকর্তাবৃন্দ।