স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় চতূর্থ দিনে অনুপস্থিত ছিল ২০৫ জন। সোমবার (৮ এপ্রিল) এইচএসসি পরীক্ষার্থীদের ইংরেজী ২য় পত্র এবং আলিম পরীক্ষার্থীদের আরবি ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) জেলা প্রশাসনের শিক্ষা শাখার সহকারী কর্মকর্তা মো. হানিফ জানান, আজকের পরীক্ষায় ইংরেজি ২য় পত্র পরীক্ষায় ১৯ হাজার ৯‘শ ২৪ পরিক্ষার্থী ছিল, অনুপস্থিত ছিল ১৯৭ জন। আবার, আলিমে আরবি ২য় পত্র পরীক্ষায় অংশ নেয় ৮‘শ ৬৮ পরীক্ষার্থী, অনুপস্থিত ছিল ৮ জন।
তিনি আরও জানান, কারিগরি শিক্ষা বোর্ডে ৪‘শ ৪৫ জনের মধ্যে ৪‘শ ৪১ জন উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল ৪ জন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে এবার ২৭ টি কেন্দ্রে ৩ বোর্ডের অধীনে ২৩ হাজার ৯‘শ ১৮ পরিক্ষার্থী অংশ নিয়েছে।