স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বুধবার ( ১০ এপ্রিল) এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৫ম দিন। এ দিন এইচএসসি পরীক্ষার্থীদের অর্থনীতি ১ম পত্র এবং আলিম পরীক্ষার্থীদের ফিকহ্ ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ মোট অনুপস্থিত ছিল ৬৯ জন।
তবে, কারিগড়ি শিক্ষা বোর্ডে কোন পরীক্ষা ছিলনা।
জেলা প্রশাসনের শিক্ষা শাখার সহকারি কর্মকর্তা মো. হানিফ জানান, আজকের অর্থনীতি পরীক্ষায় নারায়ণগঞ্জে ৬ হাজার ৮‘শ ৭৪ জনের মধ্যে ৬ হাজার ৮‘শ ৮জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল ৬৬ জন। আলিমে ফিকহ্ ১ম পত্র পরীক্ষায় ৮‘শ ৭৬ জনের মধ্যে ৮‘শ ৭৩জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল ৩ জন। কারিগড়ি শিক্ষা বোর্ডে কোন পরীক্ষা ছিলনা।
উল্লেখ্য, ১এপ্রিল হতে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। নারায়ণগঞ্জে এবার ৩ টি বোর্ডের অধীনে ২৭ টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে ২৩ হাজার ৯ ‘শ ১৮ জন পরীক্ষার্থী।