লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে বাড়ি বাড়ি ভোটারের হালনাগাদে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে তথ্য সংগ্রহকারীরা। শুক্রবার (২০ মে) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ড এলাকা সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম তথ্য সংগ্রহের কাজের উদ্বোধন করেন। এসময় সংরক্ষিত কাউন্সিলর মাকসুদা মোজাফফরও উপস্থিত ছিলেন।
এসময় কাউন্সিলর আনোয়ার ইসলাম বলেন, যাদের জন্ম ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে এবং বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন, তাদের নিবন্ধন করবেন। তাদের অবশ্যই ফরম-২ শিক্ষাগত সনদ, জন্মনিবন্ধনের সঙ্গে মিল রেখে পূরণ তা করবেন। তাহলে সঠিক ও নির্ভুল এনআইডি পাওয়া সম্ভব।
তিনি আরও জানান, নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট ভোটারদের পূরণ করা ফরম-২ এর সাথে অনলাইন জন্ম সনদ অথবা এসএসসি বা সমমান পরীক্ষা পাশের সনদের ফটোকপি জমা দিতে হবে। এ ছাড়া অন্যান্য কাগজপত্র যেমন- নাগরিক সনদ, প্রত্যয়নপত্র/বাড়ি ভাড়া/হোল্ডিং ট্যাক্স/যেকোন ইউটিলিটি বিল পরিশোধের রসিদের কপি জমা দিয়ে নিবন্ধন করতে হবে। কোন ভোটার বাদ পড়লে তিনি নিবন্ধন কেন্দ্রে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন।
তিনি আরও বলেন, কেউ যেন বাদ না পরে। যথাযথ নিয়ম মেনে ভোটার তালিকায় নিবন্ধন করবেন। এ বিষয়ে আপনাদেরকে আমি সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত আছি। এসময় সংরক্ষিত কাউন্সিলর মাকসুদা মোজাফফর তথ্য সংগ্রহকারীদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করে ভোটার নিবন্ধনের জন্য বলেন। এজন্য উভয় কাউন্সিলর এলাকাবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেন। নাসিক ১ নং ওয়ার্ডের জন্য ২ জন সুপারভাইজার ও ১২ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দেয়া হয়েছে।