স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ২ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়।
জানা গেছে, গতবছরের জুলাইয়ে জারি করা এমপিও নীতিমালার আলোকে এ দুই শিক্ষক কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছে। এমপিও অনুমোদন কমিটির ৩য় সভায় এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। সে প্রেক্ষিতে চলতি মাস থেকে তাদের এমপিও কার্যকর হবে।
বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ২ জন হলেন রূপগঞ্জের মুড়াপাড়া কলেজের প্রভাষক (হিসাব রক্ষণ ২য় পদ) আসমা আক্তার ও প্রভাষক (হিসাব রক্ষণ ১য় পদ) সুমা আক্তার।