কাঁচপুরে অসহায় পরিবারের উপর হামলা, প্রাণনাশের হুমকি

লাইভ নারায়ণগঞ্জ: অগুনে হাত পুড়ে অসহায় হয়ে পড়ে ছিলো বিল্লাল হোসেন, অভাব আর অনটনের মাঝেই সঞ্চিত অর্থে নির্মাণ করে ছিলেন টিনশেড ঘর। সেই ঘরটি পাশের বাসার নির্মাণ সামগ্রী আর পাইলিংয়ের চাপে ভেঙ্গে গেছে। এর প্রতিবাদ করায় বিল্লাল আর তার স্ত্রীকে মারধর করা হয়েছে।

বিল্লাল হোসেনের অভিযোগ, এখন তার জমিও দখল করে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের সেনপাড়া জামে মসজিদ এলাকায় বুধবার (২৯ মার্চ) দুপুরে এই ঘটনা ঘটে। ঘটনাটির পর সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন বিল্লাল হোসেন।

অভিযুক্তরা হলো সেনপাড়ার মৃত. ইসমাইল মুন্সির ছেলে মো. হালিম (৫৫), তার ছেলে মো. ইসহাক (২১), স্ত্রী মোসা. হাসি বেগম (৪৮)।

বিল্লাল হোসেন অভিযোগে উল্লেখ করেন, বিরোধীরা প্রায়ই আমাদের সম্পত্তির জন্য শত্রুতা করে কারণে অকারণে অত্যাচার, অকথ্য ভাষায় গালমন্দ করে আসছিল, ২৯ মার্চ দুপুরে পরিকল্পিত ভাবে লাঠিসোঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাসায় ঢুকে আমাকে ও আমার স্ত্রী আখি বেগমকে এলোপাথারী মারপিট করে হাতে, পায়ে, পিঠে, মাথায় ও মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। মো. হালিম আমার স্ত্রীর কাপড় ধরে টানা হেচড়া করে শ্লীলতাহানি করে। ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকীদেয়।

ভুক্তভোগী বিল্লাল হোসেন বলেন, আমার জমি খুবই কম মূল্য বলে ক্রয়ের প্রস্তাব করেছিল। আমি বিক্রি না করায় নানা ভাবে অত্যাচার করে আসছে। আমার ঘর নির্মাণ সামগ্রী রেখে ভেঙ্গে ফেলার চেষ্টা করা হয়েছিল। এখন আংশিক জমি দখল করার চেষ্টা করছেন।

এ ব্যাপারে সোনরাগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।