কাউন্সিলর’র ভাইয়ের কান্ড: বিধবা নারীকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় মারধর

লাইভ নারায়ণগঞ্জ : বন্দরে কাউন্সিলর শিউলী নওশাদের মাদকসেবী ভাই আলাল হোসেন দ্বারা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিধবা নারী বিউটি রানী(২৮) কে পিটিয়েছেন ।

রবিবার (২৪ মার্চ) সকাল ৯টায় দড়িসোনাকান্দা এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে বিধবা নারী বিউটি বেগম বাদী হয়ে মাদক সেবী আলাল হোসেনকে অভিযুক্ত করে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করে।

অভিযোগে উল্লেখ করা হয়,বন্দর দড়িসোনাকান্দা এলাকার রশিদ মিয়ার ছেলে নাসিক ১৯,২০ ও ২১নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর শিউলী নওশাদের ভাই আলাল হোসেন একই এলাকার শাহজাহান মিয়ার মেয়ে বিউটি রানীকে কয়েকদিন যাবৎ কুপ্রস্তাব দিয়ে আসছে। কুপ্রস্তাবে রাজী না হওয়ায় প্রাণ নাশের হুমকি দেয়। বিধবা নারী বিউটি রানী ২টি সন্তান নিয়ে দর্জী কাজ করে দিনাতিপাত করে। বাড়ীকে একা পেয়ে প্রায়ই মাদক সেবী আলাল তার বসতঘরে প্রবেশ করে মাদক সেবন করতে চায়। বিউটি রানী এর প্রতিবাদ করলে তাকে গালমন্দ করে।
এর ধারাবহিকতায়,রবিবার সকাল ৯টায় ফের মাদক সেবী আলাল ওই ঘরে প্রবেশ করলে বিউটি রানী তাকে জায়গা দিতে অস্বীকার করায় তাকে পিটিয়ে আহত করে। বিউটি রানীর ডাক ৎিকারে আশপাশের লোক এগিয়ে আসলে মাদকসেবী আলাল পালিয়ে যায়।