স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলা কালাপাহাড়িয়ায় এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহম্পতিবার (১১ এপ্রিল) সকাল ১১ টার দিকে আড়াইহাজার থানায় মালেক নামে এক ব্যাক্তি অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, জসিম সহ ৭ জনের নাম উল্লেখ্য করে একটি অভিযোগ দায়ের করা হয়। এছাড়া আরো ৪ থেকে ৬ জনকে অজ্ঞাত নামা আসামি করা হয়। এবিষয়ে তদন্ত চলছে এখনো কাউকে আটক করা হয়নি।
উল্লেখ্য, এর আগে (১০ এপ্রিল)মধ্যচর এলাকায় মেঘনা নদীতে মাছ ধরা নিয়ে আ. রশিদ ও হানিফার মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। ঘটনার সময় তর্ক-বিতকের্র এক পর্যায়ে উভয় পক্ষ টেটা বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেটাবিদ্ধসহ ৮ জন আহত হয়।