স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে ১৪ বছর বয়সী এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আত্মহত্যাকারীর নাম মরজিনা আক্তার (১৪)। রবিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার টিপুরদী এলাকায় এ ঘটনা ঘটে।
সোনারগাঁ থানার ডিউটি অফিসার (এসআই) জুবায়ের এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত মরজিনা আক্তার সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার কাউকান্দি গ্রামের (মৃত) আলী আকবরের মেয়ে। এঘটনায় থানায় অপমৃত্যুতে মামলা দায়ের করেছে নিহতের পরিবার।
এব্যাপারে এসআই জুবায়ের বলেন, সোনারাগাঁ টিপুরদী এলাকা হতে নিহত মরজিনার লাশ উদ্ধার করা হয়। নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবার সূত্রে, মরজিনা মানসিক রোগী ছিল। রবিবার সকালের দিকে কাজের কারণে পরিবারের সদস্যরা মরজিনাকে রেখে বাইরে বের হয়। পরে ঘরে আসলে মরজিনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।