সিদ্ধিরগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে হারাধন আচার্য্য (৯২) বছরের এব বৃদ্ধকে ৩দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় নিখোঁজের নাতি জয়ন্ত আচার্য্য রোববার সদর মডেল থানায় জিডি করেছে। যার নং ৫১৭। সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।
জিডি সূত্র জানা গেছে,রোববার দুপুরের বাসা থেকে হারাধন আচার্য্য (৯২) বের হয়ে। আর ফিরে আছেনি। হারাধন আচার্য্যর মাথায় সমস্যা রয়েছে। সে কোন কিছু মনে রাখতে পারেনা। জিডি সূত্র আরো জানা গেছে, নিখোঁজের হাতের আঙ্হুলে একটি স্বর্ণের আংটি রয়েছে। সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, বৃদ্ধকে হারাধনের সন্দ্যান বা উদ্ধার করতে পুলিশ কাছ করছে।
