গণহত্যা দিবস উপলক্ষে কদম রসুল কলেজে আলোচনা সভা

বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ২৫ মার্চের কালো রাত্রিতে গণহত্যায় নিহতদের স্বরণে সরকারি কদম রসুল কলেজে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।  সোমবার সকালে কলেজ প্রাঙ্গনে দোয়া করা হয়। একাডেমী কাউন্সিল সেক্রেটারী নাহিদা বেগমের সভাপতিত্বে আলোচনা করেন সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলেম জাগু ও প্রথম বর্ষের ছাত্র পলাশ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক প্রভাসক, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে ২৫ মার্চের কালো রাত্রিতে পাক হানাদারদের বর্বরচিত হামলার বর্ণনা করা হয়। এবং সেদিনসহ দীর্ঘ ৯ মাসের যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা ও দোয়া করা হয়।