স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম বলেছেন, এই তিতাস গ্যাস অফিসের চত্বরে আমরা বার বার আসি, তবুও কোন কাজ হয় না। এক দিকে আমরা কথা বলছি, আরেক দিকে তাদের অপতৎপরতা ঠিকই চলছে। আপনারা গ্যাস দিতে পারবেন না, আর বিল এর জন্য লাইন কেটে দিবেন; কেন? দয়া করে আর গ্যাস লাইন কাটবেন না। পরিস্থিতি যদি আপনি ভালো রাখতে চান, আমরাও ভালো রাখবো। আর পরিস্থিতি খারাপ করতে চাইলে, আমরা খারাপই করে ফেলবো। গ্যাস পাবো না, বিল দিবো না। যদি কেউ গ্যাস লাইন কাটতে যায়, তাকে কোন মতেই লাইন কাটতে দিবেন না।
নগরীতে গ্যাসের দাবীতে (৩১ জানুয়ারি) সকালে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের তিতাস গ্যাস অফিস ঘেরাও কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
এড. মাহবুবুর রহমান মাসুম বলেন, ওই যে গ্যাসের নেতা কাজিমউদ্দিন, বন্দরে গ্যাস সংযোগ দিচ্ছে; সোনারগাঁয়ে সংযোগ দিচ্ছে। আপনারা (তিতাস) আবার বিজ্ঞপ্তি পাঠাচ্ছেন। কোথাও অবৈধ গ্যাস সংযোগ দেয়ার চেষ্টা কইরেন না। আমাদের যোগ্য জেলা প্রশাসক, শুধু কথা শুনেন। কিছু করার নাই। ওনারা অনেক কিছু করার আছে, শুধু নারায়ণগঞ্জের জন্য কিছু করার নাই; আমাদের দিকে তাকানোর সময় নাই।
তিনি আরও বলেন, যতদিন আপনারা নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ দিতে না পারেন, ততদিন গ্যাস সংযোগ কাটাতে কোন লোক পাঠালে; ওই রোক অপদস্ত হলে কিন্তু কেউ দায়ী থাকবে না। আপনারা ফ্রেশের কাছে জিম্মি, বসুন্ধরার কাছে জিম্মি। যারা গ্যাস বোতলজাত করে বিক্রি করছে, তাদের সাথে আতাত করছেন। আপনারা সাবধান হয়ে যান।
মানববন্ধনের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, পপি রানি সরকার প্রমুখ।