চলে গেলেন সাংবাদিক বুলবুলের স্ত্রী শিক্ষিকা জলি

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাহী সদস্য, একাত্তর টেলিভিশনের রিপোর্টার বুলবুল আহমেদ সোহেলের সহধর্মিনী ও বিদ্যানিকেতন স্কুলের শিক্ষিকা ফৌজিয়া খানম জলি ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোররাত চারটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন।

এক শোক বার্তায় সংগঠনের সভাপতি নাফিজ আশরাফ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রয়াত ফৌজিয়া খানমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তারা বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার লিগ্যাল এইড সম্পাদক শাহানারা বেগম ও প্রয়াত ইসমাইল হোসেনের একমাত্র কন্যা সদা হাস্যমুখ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন ফৌজিয়া খানম জলি। বিদ্যানিকেতন হাইস্কুলের জনপ্রিয় শিক্ষক ফৌজিয়া খানম জলি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মারা যান।