স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে সাড়ে চার বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে তার চাচাকে আটক করেছে র্যাব।
বুধবার (১১ ডিসেম্বর) গণমাধ্যম কর্মীদের কাছে এ তথ্য জানান সিনিয়র এএসপি মো. আলেপ উদ্দিন।
মো. আলেপ উদ্দিন জানান, ধর্ষণের পর গত দুইদিন ধরে মেয়েটিকে ভিক্টরিয়া হাসপাতালে রাখা হয়েছে। বিকালে ঘটনার বিস্তারিত জানানো হবে।