স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: পঞ্চবটির এলাকার মাদ্রাসায় ৮ বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শিক্ষক রংপুর বদরগঞ্জের গোমস্তাপাড়া এলাকার আয়নাল হকের ছেলে তাফসিরুল ইসলাম (২৮)। তিনি ফতুল্লার পঞ্চবটির হরিহরপাড়া মডেল স্কুল সংলগ্ন তারতিলুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষক।
ওই ছাত্রের পরিবারের অভিযোগের বরাত দিয়ে ফতুল্লা থানার উপ পরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, দীর্ঘ দিন ধরেই অভিযুক্ত ওই শিক্ষক শিশুটিকে বলাৎকার করছিলো। সর্বশেষ ২৬ মার্চ শিশুটিকে বলাৎকার করে শিক্ষক। এ ঘটনার পর জানাজানি হলে শিশুটির পিতা ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে।
ফতুল্লা থানার উপ পরিদর্শক (এসআই) ফজলুল হক আরো জানান, আসামিকে দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। আর ওই শিশু ২২ ধারা মোতাবেক জবানবন্দি দিয়েছে।