ছিনতাই মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক ‘মাছি’ গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: ছিনতাইকারী মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার (২৪ জানুয়ারি) দুপুর আড়াইটায় সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত আসামীর নাম,  মাসুম ওরফে মাছি (২৮)। তিনি সিদ্ধিরগঞ্জ হিরাঝিল এলাকার জাহাঙ্গীর আলম ভূইয়ার ছেলে।

র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামী ছিনতাইকারী চক্রের একজন সদস্য। মামলা হওয়ার পর থেকে সে গা-ঢাকা দিয়ে কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল আসামীর অবস্থান সনাক্ত করে সোমবার দুপুরে চিটাগাং রোড এলাকা হতে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, উক্ত আসামীর নামে পূর্বে আরও দুইটি মাদক মামলার চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।