জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভার আযোজন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

শুক্রবার (২৭ মে) বিকেল ৪ টায় কালিবাজারস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।

মহানগর বিএনপির সহ-সভাপতি এ্যাড. জাকির হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এ প্রস্তুতি মূলক সভায় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, এ্যাড. রিয়াজুল ইসলাম আজাদ, এ্যাড. রফিক আহম্মেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী ইসমাইল, দপ্তর সম্পাদক ইসমাইল মাষ্টার, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন আনু, মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, সহ- প্রচার সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বাবু, মহানগর বিএনপি নেতা কামরুল হাসান সাউদ চুন্নু, নেছার উদ্দিন, আবুল হোসেন, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক দুলাল হোসেন, সদর থানা ছাত্রদলের আহবায়ক কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুজিবুর রহমান, সহ-দপ্তর সম্পাদক মাহমুদ, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি নাজমুল হক রানা, যুবদল নেতা সাইদুরজামান সেলিম, জামাল প্রধান, হৃদয় দেওয়ান, মহানগর বিএনপি নেতা হীরা সরদার, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আব্দুর রশিদ হাওলাদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সিবলী সাদিক শিপলু, মহানগর শ্রমিক দলের নেতা ফজলুল হক, লিটন, সেলিম হোসেন, আব্দুল আহাদ, লিটন, সামছুদ্দিন, শরীফ হোসেন, আলামিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।