লাইভ নারায়ণগঞ্জ : বুধবার (২৭ মার্চ) দুপুরে বন্দর গালর্স স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিানে প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিঞা বলেছেন, পৃথিবীতে বড় কাজ হলো ভালবাসা দিয়ে মানুষের মন জয় করা। জীবনকে সুন্দর করে সাজাতে হলে শিক্ষাজীবনে প্রেম করতে হয় লেখা পড়ার প্রতি। তাহলে জীবনে প্রেমের অভাব হয়না। একজন মেয়ে জীবনের সেরা বয় ফ্রেন্ড হয় তার বাবা। তা হলে সেই মেয়ের জীবনে সুখ সারা জীবন থাকে। তবে সকলকে শিষ্ঠাচার শিখতে হবে। পৃথিবীতে যত লোক জীবনে প্রতিষ্ঠিত হয়েছে তারা সবাই পিতা-মাতার দোয়া নিয়ে বড় হয়েছে।
তিনি আরও বলেন, যে জীবনে প্রতিঘাত থাকেনা সে জীবন সুন্দর হয়না বা কিছু শিখা যায়না। পিতা-মাতার সেবা ও সম্মান করলে জীবনে সফলতা আসবে নিশ্চিত। এমন জীবন গড়তে হবে যাতে সমাজ তোমাকে মৃত্যুর পরও মনে রাখে। যেখানে সৃষ্টিকর্তার দেয়া বাতাস বিভাজন করা যায়না তবে কেন মানুষে মানুষে বিভাজন করা হচ্ছে। তা কখনো সঠিক নয়। আমাদের প্রধান পরিচয় আমরা মানুষ। আমরা বিভাজন না করে এ সুন্দর পৃথিবী গড়ি।
যুবসমাজকে উদ্দ্যেশ করে রাব্বী মিয়া বলেন, যুব সম্প্রদায়কে মাদক থেকে দূরে রাখার জন্য সবাইকে কাজ করতে হবে। যেভাবে যুবকরা আসক্ত হচ্ছে তাতে ২০২৭ সাথে বাংলাদেশের অর্থনীতিতে মেয়েরা বেশী ভূমিকা রাখবে। তাই নারী-পুরুষ উভয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।
গভর্নিং বডির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুমানা আক্তার, জেলা জাতীয়পার্টির আহবায়ক আবুল জাহের, বন্দর থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম নুরুল আমিন ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফরিদ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ, গর্ভনিং বডির সদস্য মাজহুরুল আলম খান পাভেল, আনোয়ার হোসেন, মো.সেলিম, শাহজালাল সিকদার, ইসরাত জাহান খান স্মৃতি, অধ্যক্ষ মো.বদরুজ্জামান, শিক্ষক প্রতিনিধি মাহবুবুল হাসান, শুকচাদ সরকার, মিসেস নুরুন নাহার প্রমুখ।