জয় দিয়ে শুরু রেইনবো এ্যাথলেটিকের যাত্রা

ক্রীড়া করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ১২৩ রানের ব্যবধানে শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাবকে হারালো রেইনবো এ্যাথলেটিক ক্লাব।

বুধবার (১ ফেব্রুয়ারি) সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে সাহা এন্টারপ্রাইজ ১ম বিভাগ ক্রিকেট লীগ এর ৩য় দিনের খেলায় সকালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রেইনবো।

৪৯.৫ ওভারে তারা ২৫৭ রান তোলে সব উইকেট হারিয়ে। দলেরওপেনার আব্দুল কাদির সজল ভালই খেলছিলেন। ভুল বুঝাবুঝিতে রানআউট হওয়ার আগে করেছেন ৭৭ রান। তানজিদ আহমেদ ইমনও রানআউটের কবলে পড়ার আগে করেন ৬৫ রান। আবু তাওয়ামা ফিরেন ২৭ রানে। নাইম আউট হন ১২ রানে। শীতলক্ষ্যার মুন্না পন ৩উইকেট এবং তুষার পান ২ উইকেট।

জবাব দিতে গিয়ে শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাব ১৩৪ রানে গুটিয়ে যায়। দলের অভিজ্ঞ খেলোয়াড় আলী মীর সর্বোচ্চ ৩৮ রান করেন। ফাহিম করেন ৩১ রান। মুন্না ১৮ ও মিথুন করেন ১৫ রান। রেইনবোর জুয়েল ও আবু সাইদ ৩টি এবং তন্ময় পান ২টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোরঃ রেইনবো এ্যাথলেটিক-২৫৭/১০ (৪৯.৫ ওভার) আঃ কাদির সজল-৭৭, তানজিদ আহমেদ ইমন-৬৫, আবু তাওয়ামা-২৭, নাইম-১২। অতিরিক্ত-৩৬। মুন্না-৩/৩৯, তুষার-২/৫৭।

শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাবঃ ১৩৪/১০(৩৭.৪ ওভার) আলী মীর-৩৮, ফাহিম-৩১,মুন্না-১৮, মিথুন-১৫। অতিরিক্ত-১৬। জুয়েল-৩/৮, আবু সাইদ-৩/২৩, তন্ময়-২/১৮।