বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু’র দ্রুতরোগ মুক্তির কামনায় বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করেছেন এস.এম রানা। শুক্রবার (০৭ জানুয়ারী) বাদ জুম্মা নগরীর শীতলক্ষ্যা এলাকার বিভিন্ন মসজিদে ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশিস্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর ও শীতলক্ষ্যা ভাইকিংস দলের কর্ণধার এস.এম রানার বলেন, আল্লাহর কাছে প্রার্থনা করি- তানভীর আহমেদ টিটু ভাই যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন। একই সাথে তার পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ কামনা করি।
নগরীর কদমতলী শীতলক্ষ্যা এলাকার বায়তুস সালাত জামে মসজিদ, তোলারাম মোড় শীতলক্ষ্যা এলাকার বায়তুল মামুর জামে মসজিদ, দক্ষিন নলুয়া জামে মসজিদ, তামাকপট্টি বায়তুল আমান জামে মসজিদ ও মুসলিমনগর জামে মসজিদে ভীর আহমেদ টিটু’র সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মঙ্গলবার (৪ জানুয়ারি) করোনা শনাক্ত হয় তানভীর আহমেদ টিটুর। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে তিনি চিকিৎসকের পরামর্শে হোম কোরেন্টাইনে রয়েছেন।
তানভীর আহমেদ টিটু গত ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে পরিচালক নির্বাচিত হন। পরে ২৪ ডিসেম্বর ক্রিকেট বোর্ডের মিডিয়া সেলের চেয়ারম্যানের দায়িত্বও পান। একইসঙ্গে তিনি নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবের দুইবারের নির্বাচিত সাবেক সফল সভাপতি।