আড়াইহাজার করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে বালুভর্তি ট্রাকের ধাক্কায় নারী শ্রমিকবাহী বাস উল্টে ৫০ শ্রমিক আহত হয়েছে।
থানা পুলিশ ও হাসপাতাল সূত্রে জানাগেছে, ২ ফেব্রুয়ারী শনিবার রাত ৮টার দিকে রূপগঞ্জ উপজেলার ডরগা এলাকার ফকির ফ্যাশন গার্মেন্টস থেকে শ্রমিক নিয়ে অভিলাস পরিবহনের বাস(ঢাকা মেট্রো-জ-১৪-২৭২৮) আড়াইহাজার উপজেলার বিশনন্দী যাওয়ার পথে বাসটি ফতেপুর ইউনিয়নের দক্ষিনপাড়া ষ্টিল ব্রীজের সামনে আসলে উপজেলার বিশনন্দী এলাকা থেকে বালু ভর্তি করে একটি ড্রাম ট্রাক আড়াইহাজারের উদ্দ্যেশে আসার পথে বাসটিকে ধাকা দেয়। ঐ সময় বাসটি রাস্তায় উল্টে যায়। এতে করে বাসে থাকা ৫০ শ্রমিক মারাত্মকভাবে আহত হয়।
আহত শ্রমিকদের আত্মচিৎকারে আশেপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বেসরকারী কয়েকটি হাসপাতালে আহতদের নিয়ে যায়। দূর্ঘটনার পর বালুভর্তি ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
মারাত্মক আহত সেলিনা আক্তার (৩০),ওসমান গণি(৩০),মোহসীন (২৪),ডলি আক্তার (৩০), সালমা(২৭),অমর রাহাত (৩০),তাছলিমা আক্তার (৩৫),নুর নাহার (৩০),লিপি(২০),উম্মে হানি (২৬), ঝরনা আক্তার (২০),সাবিকুন্নাহার (২৬),সাবিনা আক্তার (২০),রেহেনা আক্তার (২৫),রানু আক্তার(২২),রুবেল (২২), জয়নব (৩০),সাফিয়া আক্তার (২৭),আমেনা আক্তার (২৪),রেহেনা আক্তার (২৮),আমেনা আক্তার (২৪),রোজিনা আক্তার (২০),রাসেল (২৮),আসমা আক্তার (২৪),মোহসীন (২০),সাজেদা আক্তার (২৫)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিব ইসমাইল জানান।
বাকীদের উপজেলার বেশ কয়েকটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে বালু ভর্তি ট্রাকটি পালিয়ে গেলেও পুলিশ সেটিকে আটক করতে পারেনি।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান,আহত শ্রমিকরা রূপগঞ্জ উপজেলার ডরগা এলাকার ফকির ফ্যাশন গার্মেন্টস এর শ্রমিক। তারা কাজ শেষ করে আড়াইহাজার উপজেলার বিশনন্দী,কল্যান্দী,সদাসদী,রামচন্দ্রদী,জালাকান্দী,কড়ইতলা,দাইরাদী,গোপালদী এলাকায় তাদের নিজ নিজ বাড়িতে বাসযোগে যাচ্ছিল। ঘটনার পর আহতদের শতশত স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ হাসপাতাল গুলোতে ভীড় করছিল।