ডিএনডি প্রকল্পের ৩৭ ভাগ কাজ শেষ হয়েছে: পানি সম্পদ উপমন্ত্রী

লাইভ নারায়ণগঞ্জ: উপমন্ত্রী এ. কে.এম এনামুল হক শামীম বলেছেন, ডিএনডি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্পের ৩৭ভাগ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। জুলাই ২০২০ সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

আশা করছি নির্দিষ্ট সময়ের আগেই প্রকল্পের কাজ শেষ হবে। আগামী বর্ষাকে সামনে রেখে প্রকল্পের কাজ করা হচ্ছে। ডিএনডি অভ্যন্তরে ২২ লক্ষ্য মানুষকে জলাবদ্ধতা থেকে রক্ষার জন্য আগামী ৩০ এপ্রিলের মধ্যে পাম্পগুলো সচল করা হবে। যাতে করে এ বছর ডিএনডি অভ্যন্তরে জলাবদ্ধতা সৃষ্টি না হয়।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ডিএনডি এলাকার নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্পের ২য় পর্যায়ের কাজ পরিদর্শনকালে বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ. কে.এম এনামুল হক শামীম এ সকল কথা বলেন।

এ সময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা পৃথিবীর সেরা তিনজন সৎ প্রধানমন্ত্রীর মধ্যে একজন। তাঁর সরকারের আমলে দেশে দূর্নীতির কোন সুযোগ নেই। বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহারের মধ্যে প্রধান ইশতেহার ছিলো দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। যেখানেই দূর্নিতি হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।

শুধু আমার মন্ত্রণালয় নয় যেকোন দপ্তরে যদি দূর্নিতির কোন প্রমাণ আমরা পাই তাহলে সেটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। বাংলাদেশকে নি¤œ আয়ের রাষ্ট্র থেকে মধ্যম আয়ের রাষ্ট্রে উন্নিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের সবাই অক্লান্ত পরিশ্রম করেছে।

এরই ধারাবাহিকতায় দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে সামনে আমাদের আরো কঠোর পরিশ্রম করতে হবে। সেখানে দূর্নীতিকে কোন প্রশ্রয় দেয়া হবে না।

এ সময় প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সাথে সেনাবাহিনির ২৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেডের মহাপরিচালক ব্রিঃ জেঃ এফ.এম. জাহিদ হোসেন, ডিএনডি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্পের পরিচালক লে. কর্ণেল মোহাম্মদ মাসফিকুল আলম ভূঞা, প্রকল্প কর্মকর্তা মেজর সৈয়দ মোস্তাকীম হায়দার, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের তত্ববধায়ক প্রকৌশলি আব্দুল মতিন সরকার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, নাসিক প্যানেল মেয়র-২ মতিউর রহমান, এনসিসি ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, এসসিসি ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলমসহ স্থানীয় আরো অনেকে উপস্থিত ছিলেন ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments