লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা আসন্ন নির্বাচনের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১২ জানুয়ারী ( মঙ্গলবার ) সন্ধ্যায় নোয়াপাড়া ইসলামিয়া মহিলা আলীম মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছেন, এদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ৬ জনকে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এসময় ৩ টি প্রাইভেটকার, ৬ টি মোটরসাইকেল ও আশপাশের বাড়িঘর ভাংচুর করা হয়। একটি টিনসেট ঘরে আগুন দেয়া হয় বলে জানায় স্থানীয়রা।
এ ঘটনায় উভয় পক্ষের ৩৫ জন আহত হয়। আহত- ইউসুফ (৩৩), তানভীর (৩৫), অমি (২৫), আলী মঞ্জুর (৪৫), হাবিব (৫০), খোরশেদ (৩৫), জোবায়ের (২৫), জাহাঙ্গীর (৫৫), মতিন, আলমগীর (৩১) হিমেল (২৪), রাসেল (১৯), সিদ্দিক (২৮) , রকিবুল ২৭), ইমরান (১৯),সাদ্দাম (৩৩), মিয়াজান (২২), আরজ আলী (৪৮), সরাফত (৩৫), রাজ (২৫), শাহেদ (৩৩), তারিক (২৪), মোবারক (৩২), জসিম (৩৭), ইলিয়াছ (৩৮), সোবহান (৪১) ও মোমেন (৪৭)সহ ৩৫ জন আহত হয়। আহতদের মধ্যে টেক্সটাইল শ্রমিক মুজিবুর রহমানের অবস্থা আশঙ্ককাজনক।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় ইতিমধ্যে আমরা ৬ জনকে আটক করেছি