দেশীয় তৈরি এ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বন্দর থেকে দেশীয় তৈরী এ্যালকোহলসহ আহমদ হোসেন ওরফে কালাই (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ সদস্যরা।

শনিবার (২ ফেব্রুয়ারী) দুপুর সোয়া ২টায় র‌্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের এশটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার একরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

এসময় তার কাছ থেকে ১০ হাজার টাকা মূল্যের ৩২ বোতল দেশীয় তৈরী ৩২ বোতল এ্যালকোহল, নগদ ৮’শ টাকা ও একটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।

ধৃত মাদক ব্যবসায়ী আহমদ হোসেন ওরফে কালাই বন্দর থানার পৌর মেথর পট্টির মৃত ছট্টু লাল দাসের ছেলে।

একই দিন বিকালে র‌্যাব-১১ সিপিএসসি’র নারায়ণগঞ্জ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এশটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, উল্লেখিত মাদক ব্যবসায়ী উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিক্রয় করিয়া আসিতেছিল বলিয়া জানা যায়। তাহার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হইয়াছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments