লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আশেপাশে বিভিন্ন বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার আকস্মিক পরিদর্শন করেছেন সিভিল সার্জন ড. মুশিউর রহমান । সোমবার (১৬ মে) রাতে তিনি এ পরিদর্শন করেন।
সেন্ট্রাল মেডিকেল সার্ভিসেস- পরিদর্শনকালে অপরিচ্ছন্ন পরিবেশ, মেডিকেল প্যাথলজিস্ট (ল্যাব) নাই ও কালার বিন নাই।
নিউ হেলথকেয়ার- হালনাগাদ লাইসেন্স নাই ও কালার বিন পাওয়া যায়নি।
একতা ডায়াগনস্টিক- লাইসেন্স হালনাগাদ থাকলেও প্রদর্শিত নাই ও মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) নাই।
সোনার বাংলা নার্সিংহোম- লাইসেন্স হালনাগাদ নাই, পরিদর্শনকালে ডিউটি ডক্টর ডিপ্লোমা নার্সিং ও কালার বিন পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ প্যাথলজি হাসপাতাল বন্ধ পাওয়া যায়।
ইউনাইটেড হসপিটাল- উক্ত প্রতিষ্ঠানের লাইসেন্স হালনাগাদ আছে। তবে মূল প্যাথলজিক্যাল রুমে কিছু অন্য মালামাল পরিলক্ষিত হয়।
এ সময় সিভিল সার্জন ড. মুশিউর রহমানম ওই প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেন এবং যথাযথ নিয়মে কর্মকান্ড পরিচালনা করার নির্দেশ দেন।