মোস্তাইন বিল্লাহ বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আর তাই একজন বীর মুক্তিযোদ্ধার দিকে তাকালে আমি আমার বাবার চেহারা দেখতে পাই। মুক্তিযোদ্ধারা বিগত দিনে আমার সকল ভালো কাজে সহায়তা করেছে। নারায়ণগঞ্জেও আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে থাকতে চাই, তাদের নিয়ে কাজ করতে চাই। আপনারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়েছেন, বঙ্গবন্ধু কোন দলের না। আমাদের লাল সবুজের পতাকা মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে হয়েছে। মুক্তিযোদ্ধারা বেঁচে ফিরে আসবেন সেটি তো চিন্তা করে যাননি, তারা মারাও যেতে পারতেন। আর তাই তাদের এই সম্মান আমি আজীবন দিতে চাই।
উক্ত সভায় নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী’র নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন, জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এড. নূরুল হুদা, নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্দা শাহজাহান ভুইয়া জুলহাস, সাবেক পিপি বীর মুক্তিযোদ্ধা এড. আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত প্রমুখ।