লাইভ নারায়ণগঞ্জ: জরুরি ভিত্তিতে লিকেজ থাকা ভালভ প্রতিস্থাপন করার জন্য নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে জ্বালানি বিভাগ৷ মঙ্গলবার (৬ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন৷
নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ-গোদনাইল আরএমএস এবং গোদনাইল টিবিএস এ কয়েকটি ভালভে লিকেজ থাকায় জরুরি ভিত্তিতে ভালভ প্রতিস্থাপনের জন্য সমগ্র নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। ভালভ প্রতিস্থাপন কাজ শেষ হলে শীঘ্রই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন মীর মোহাম্মদ আসলাম উদ্দিন ।