স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সাথে মৃত্যু হয়েছে আরও ১ জনের।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে এ তথ্য প্রকাশ করা হয়।
বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ১৭৩ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা ও ৩ জনের মৃত্যুর তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জন অফিস, যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। আজ বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা কিছুটা কমে ১১৪ জনে এসে নেমেছে। একই সাথে নতুন করে আরও ১ জনের মৃত্যু হয়েছে।
গত বছরের ৮ মার্চ নারায়ণগঞ্জের ২ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতির মধ্য দিয়ে দেশে করোনাভাইরাসে প্রথম রোগী শনাক্ত হওয়ার পর দুই মাসের ‘লকডাউনে’ জনজীবন একপ্রকার অচল ছিল। এরপর সংক্রম কমার সঙ্গে সঙ্গে বিধিনিষেধও ধীরে ধীরে শিথিল হতে থাকে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জেলায় দৈনিক শনাক্তের হার নেমে এসেছিল মাত্র দশের কোঠায়। কিন্তু ফেব্রুয়ারির শেষ দিক থেকে আবার সংক্রমণ বাড়ছে দ্রুত গতিতে।
নারায়ণগঞ্জে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৮১ জনে। তাদের মধ্যে ১৭৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।