না.গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে তাঁতীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বর্ণাঢ্য র‌্যালী ও কেক কাটার মধ্যদিয়ে বাংলাদেশ তাঁতীলীগের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর তাঁতীলীগ।
মঙ্গলবার(১৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় চাষাঢ়া শহিদ মিনার এলাকা থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী নিয়ে ২নং রেল গেটে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন নেতাকর্মীরা।

এর আগে র‌্যালীটির উদ্বোধন করেন বাংলাদেশ তাঁতী লীগের সহ সভাপতি আব্দুল লতিফ সরকার।

জেলা তাঁতী লীগের সদস্য সচিব ভিপি আলমগীরের নেতৃত্বে এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন- দপ্তর সেলের দায়িত্বপ্রাপ্ত অনুকূল চন্দ্র মন্ডল, কার্যকরি সদস্য ও মহানগর তাঁতীলীগের আহবায়ক চৌধুরী এইচ.এম ফারুক সাহেদ, জেলা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক হাজী মোতাহার হোসেন, মঞ্জুরুল ইসলাম খান, আনোয়ার হোসেন রীকু, কবির হোসেন, পারভেজ, জেলা তাঁতীলীগের সদস্য আমিনুল ইসলাম ইকবাল, জেলা তাঁতীলীগের সদস্য লায়লা বানু, মহানগর তাঁতীলীগের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক কাজী ফজলুল কাদের জীবন, মো. মেহের আলী, লতিফ আহম্মেদ জাকির, মো. আলাউদ্দিন, মো. আমিরুল ইসলাম, জেলা তাঁতীলীগের সদস্য সাইফুল ইসলাম বিপ্লব, মনির হোসেন, এড. আক্তার হোসেন, সাইফুল ইসলাম, বাবুল শেখ, কবির হোসেন, সাজাহান ভুঁইয়া, মহানগর তাঁতীলীগের সদস্য জুবায়ের আহমেদ শিশির, আজিম, হারুন, রবীন, ফতুল্লা থানা তাঁতীলীগ নেতা মিলন মোল্লা, মো. আলী, কামাল হোসেন, আতিকুর রহমান আতিক, স্বপন, সাইদুল, নুরুল হক, হোসেন, সাগর, জসিম, বন্দর থানা তাঁতীলীগ নেতা আব্দুল হক, আমজাদ হোসেন, মোস্তফা মেম্বার, সোনারগাঁ থানা তাঁতীলীগ নেতা সাজাহান ভুঁইয়া, তৌহিদ, রুপগঞ্জ থানা তাঁতীলীগ নেতা ইয়াসিন, জাকির হোসেন, সুমন, আড়াইহাজার থানা তাঁতীলীগ নেতা সাইদুল এবং যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় ২ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অত্যন্ত জাঁকজমকপূর্ণ এ আয়োজনে প্রায় ১শত মোটারসাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় নেতাকর্মীরা। পাশাপাশি আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান সহ কেন্দ্রীয় নেতাদের ছবি সম্বলিত বিভিন্ন ফেস্টুন, প্লেকার্ড হাতে নিয়ে শতস্ফুর্তভাবে অংশগ্রহণ করতে দেখা যায়।

র‌্যালীটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এসে শহিদ মিনারে পূনরায় মিলিত হয়। পরে আনুষ্ঠানিকভাবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতাকর্মীরা।