না.গঞ্জে বায়ু দূষণের দায়ে ৪ প্রতিষ্ঠানের জরিমানা ৫ লাখ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী ৪ স্টিল মিলসকে ৫ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রূপগঞ্জ উপজেলার মৈকুলী ও বরপা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। একই সাথে সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জে যত্রতত্র নির্মাণ সামগ্রী ইয়াশফি টাওয়ার এবং সেন্ট্রাল প্লাজা নামক ২টি বহুতল ভবনকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে একটি টীম অভিযান পরিচালনায় সহযোগীতা করে।

জরিমানা প্রাপ্ত প্রতিষ্ঠান গুলোর মধ্যে বিক্রমপুর স্টিল মিলস লি:কে ১ লাখ, এমবিয়ান্ট স্টিল (বিডি) লিকে ২ লাখ, এমবিয়ান্ট স্টিল (বিডি) লি: (ইউনিট-২) কে ২ লাখ ও বরপার এমবিয়ান্ট স্টিল (বিডি) লি:কে ৫ হাজার টাকা জরিমানা করায়।

নারায়ণগঞ্জ পরিবেশ অধিপ্তর থেকে জানানো হয়, কারখানাসমূহকে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর ৭(৪) ধারা ও কারখানাকে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ধারা ১৮(২) অনুযায়ী অভিযান আদায় করা হয়েছে।

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, দীর্ঘদিন যাবত নির্মিতব্য সাইনবোর্ড-চাষাড়া ৬ লেনের রাস্তা নির্মাণ প্রকল্প কর্তৃপক্ষ কর্তৃক নির্মাণসামগ্রী দ্বারা বায়ু দূষণ করার জন্য এনডিই প্রকল্পকে সতর্ক করা হয় এবং নিয়মিতভাবে পানি ছিটানোসহ নির্মাণসামগ্রী ঢেঁকে রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়। তৎপ্রেক্ষিতে এনডিই প্রকল্প কর্তৃপক্ষ কর্তৃক রাস্তায় পানি ছিটানোর কার্যক্রম শুরু করেন এবং নির্মাণসামগ্রী ঢেঁকে রাখবেন ও নির্মাণসামগ্রী দ্বরা বায়ু দূষণ করবেন না মর্মে এনডিই প্রকল্প কর্তৃপক্ষ কর্তৃক মুচলেকা প্রদান করেন। নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।