স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ আদালতে ভার্চ্যুয়াল কোর্টে ২৭ টি মামলার শুনানি হয়েছে। এর মধ্যে ৯টি মামলায় ১৪ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। এছাড়াও ১৮টি মামলার জামিন না মঞ্জুর করেছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে এ মামলা গুলোর জামিন শুনানি ও জামিন আবেদন কার্যকর করা হয়।
এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন লাইভ নারায়ণগঞ্জকে বলেন, আজ ২ জুলাই ২৭ টি মামলার শুনানি হয়েছে। এর মধ্যে ৯টি মামলায় ১৪ জনের জামিন মঞ্জুর ও ১৮টি মামলার জামিন না মঞ্জুর করা হয়েছে।
এলএন/এসএ/০৭০২-০৪