ফতুল্লা করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামী মো. আলমগীর হোসেন ওরফে বাচ্চু(৪৮) কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
শুক্রবার (১৩ মে) বিকেলে তাকে ফতুল্লা থানার শহীদ নগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আলমগীর হোসেন বাচ্চু ফতুল্লা থানার কুতুবপুর শহীদনগরের মৃত মোঃ ফজলুল হকের পুত্র।
গ্রেফতার অভিযান পরিচালনাকারী ফতুল্লা থানার উপপরিদর্শক হাফিজুল জানায়, ২০২০ সালে দায়ের করা আই,এক্টের ১৩৮ ধারার একটি মামলায় চলতি বছরের ফেব্রুয়ারী মাসের ২২ তারিখে জেলার চতুর্থ যুগ্ম দায়রা জজ কাজী ইয়াসীন হাবিবের আদালতে আসামী আলমগরীরে অনুপস্থিতে এক বছরের সাজা প্রদানের নির্দেশ প্রদান করে। শুক্রবার বিকেল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার শহীদ নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।