লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় গার্মেন্টস কর্মী স্ত্রীকে খুনের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ঘাতক স্বামী।
বুধবার (২০ মে) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামি মিজানুর রহমান মজুমদার।
এর আগে ১৯ মে ফতুল্লার ভোলাইল আউয়াল মিয়ার ভাড়াটিয়া বাড়িতে নিজের স্ত্রী সুলতানা বেগমকে শীল পাটার আঘাতে হত্যা করেন তিনি।
মিজানুর রহমান চাঁদপুর জেলার কচুয়া থানার সিংগা মঞ্জুল ধার বাড়ি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। নিহতের নাম সুলতানা বেগম (৪০) সে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার কামারখাড়া গ্রামের আব্দুল কাদের মিয়ার মেয়ে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, স্ত্রীর পরকীয়ার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে শীল পাটা দিয়ে তাকে আঘাত করলে স্ত্রী মারা যায় বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন আসামি মিজানুর রহমান।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, সম্প্রতি মিজানুর রহমান তার স্ত্রী সুলতানাকে অন্যের সঙ্গে পরকিয়ার সন্দেহ করে। এনিয়ে তাদের মধ্যে মঙ্গলবার ঝগড়া বিবাদের এক পর্যায়ে মিজানুর রহমান পাটা দিয়ে সুলতানার মাথায় আঘাত করে হত্যা করে।