লাইভ নারায়ণগঞ্জ: প্রবাসীদের অহংকার, সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সাবেক প্রথম যুগ্ন সাধারণ সম্পাদক, ফরিদপুর জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি শামীম হককে, প্রবাসী আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মিজানুর রহমান মিজান প্রধানের নেতৃত্বে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যায় গুলশানের বাস ভবনে তাকে ওই শুভেচ্ছা জানানো হয়। এ সময় সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সমন্বয় কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান – তুরুস্ক আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ ফারুক প্রিন্স, মিজানুর রহমান মিজান প্রধান (ইতালি), মোহাম্মাদ রিপন ফকির (গ্রীস), মোহাম্মাদ আতিকুজ্জামান আতিক (ফ্রান্স), মোঃ রাজীব (রোমানিয়া), পাভেল কবির (রোমানিয়া)।
এছাড়াও ফুলের শুভেচ্ছা জানান, ফ্রান্স , ইটালি , গ্রীস , জার্মান, সুইজারল্যান্ড, সর্ব ইউরোপ শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মোবারক হোসেন, চায়না আওয়ামী লীগের সভাপতি মো. জনি, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামসহ কানাডা, তুরস্ক, কোরিয়া, চায়না, মালায়শিয়া, মালদ্বীপ, সৌদিআরব ও অন্যান দেশের নেতৃবৃন্দ।
সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সমন্বয় কমিটির মিজানুর রহমান মিজান প্রধান (ইতালি) জানান, ফুলের শুভেচ্ছা জানানোর পরে নৈশ ভোজ ও রাজনৈতিক আড্ডায় প্রবাসীদের এই মিলনমেলা ছিলো প্রানবন্ত ও আনন্দম। শামীম হক ভাইকে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করায় প্রবাসী বাংলাদেশীরা অনেক খুশী ও আনন্দিত। সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগ সমন্বয় কমিটির পক্ষ থেকে শামীম হক ভাইকে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অনেক ধন্যবাদ জানাই।
এ সময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মোহাম্মাদ রিপন ফকির, আতিকুজ্জামান আতিক, হাজী মিজান প্রধানসহ সকল প্রবাসী আওয়ামী লীগ নেতারা।
তারা বলেন জনাব শামীম হক একজন রাজপথের পরিক্ষিত নেতা, দুর্দিনে তাকে আমরা সব সময় কাছে পেয়েছি, তিনি প্রবাসে সকল দেশের নেতা কর্মীদের খোঁজ খবর রাখেন, আমাদের প্রবাসীদের অহংকার তিনি। শামীম হক ভাইকে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সকল প্রবাসীদেরকে গর্বিত করেছেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।