লাইভ নারায়ণগঞ্জ: হোসাইন গ্রুপ বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট ২০২০-২১ এর গ্রুপ পর্বের ম্যাচে রেইনবো এ্যাথলেটিক ক্লাবকে হারিয়েছে আলীগঞ্জ ক্লাব।
১৭ জানুয়ারী ( রোববার ) সকালে সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় টস জিতে আলীগঞ্জ ক্লাব’র অধিনায়ক বোলিংয়ের সিদ্ধান্ত নেয়।
সংক্ষিপ্ত স্কোর:
রেইনবো এ্যাথলেটিক ক্লাব-৮৮/১০(৩৫.৪ ওভার) রাফসান আল মাহমুদ-২০,আতিকুল হাসান হাসিব-২১। অতিরিক্ত-১০। আশিক-২/৭,ইরফান ইপু-২/২৬,জনি-২/২৬।
আলীগঞ্জ ক্লাব- ৮৯/৫(২২.৪ ওভার) সাইদ সরকার-৪৭,আমানুল্লাহ-২১,জনি-১২। অতিরিক্ত-৪। আবু সাইদ-৩/২৮,বাপ্পি-২/৩২।
আম্পায়ার ঃ মুজাহিদ স্বপন ও মোঃ সোহরাব। স্কোরার – নাসির ও ডালিম(অল লাইন)।