বন্দরে জানুয়ারিতে হত্যাসহ ৩৪ মামলা দায়ের

লাইভ নারায়ণগঞ্জ, বন্দর করেসপন্ডেন্ট: বছরের প্রথম মানে বন্দর উপজেলায় একাধিক হত্যাকান্ড, ডাকাতি, চুরি ও ছিনতাইয়েরসহ বিভিন্ন অপরাধে ৪৩টি মামরা দায়ের করা হয়েছে। বিগত বৎসরের তুলনায় জানুয়ারি মাসে কিছুটা উন্নতি হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।

থানা সূত্রে জানা গেছে, জানুয়ারী মাসে বিভিন্ন অপরাধে বন্দর থানায় মামলা দায়ের হয়েছে মোট ৪৩টি। এর মধ্যে হত্যা মামলা ১টি, ডাকাতি ২টি, চুরি ৫টি, ধর্ষন ১টি, মাদক মামলা ২১টি, যৌতুক ২টিসহ অন্যান্য মামলা হয়েছে আরো ১১টি। এ ছাড়াও এ মাসে বন্দরে জি আর মামলা মূলে ৪০ ও সি আর মামলা মূলে ৩০ জন এবং সাঁজাপ্রাপ্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ব্যাপারে বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনর্চাজ) মো. আবু বকর ছিদ্দিক জানান, এ মাসে বন্দরে সার্বিক আইন শৃঙ্খলা ভালো ছিল। তবে বন্দরে বেশ কিছু এলাকায় মাদক ব্যবসা বেড়েছে। তবে মাদকের বিরুদ্ধে আমরা জিরো ট্রলারেন্স নীতিতে অটল রয়েছি। কোন ভাবেই মাদকদ্রব্য ব্যবসায়ী বা এতে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। সাংবাদিকরাও আমাদের অনেক সহয়তা করছেন। মাদক নিয়ন্ত্রনসহ সকল অন্যায়ের বিরুদ্ধে সামাজিক সহযোগিতা চাই।