বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে মাদকসহ বিভিন্ন অপরাধে ৫ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১ ফেব্রুয়ারি) রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়
এদের মধ্যে থানার মাহমুদনগর এলাকার মান্না মিয়ার ছেলে নাসির(৪৫)কে ১’শগ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ ব্যাপারে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং-৯((০২)১৯ইং।
থানা সুত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার পুলিশ হাজরাদী চানপুর এলাকার লতিফ মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত মাদক মামলার পলাতক আসামী বিপ্লব(২৭)কে গ্রেফতার করে। পৃথক অভিযানে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মদনপুর উত্তরপারা এলাকার মৃত ইয়াসিন মিয়ার ২ ছেলে আলমগীর(৩০) ও আব্দুল্লাহ(৩২) এবং নবীগঞ্জ কদমরসুল এলাকার মৃত বোরহান উদ্দিনের ছেলে রাসেল(২৮)কে গ্রেফতার করে।
ধৃতদের শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।