বন্দর আদর্শ কিন্ডারগার্টেনে পিঠা উৎসব অনুষ্ঠিত

লাইভ নারায়ণগঞ্জ: বন্দর আদর্শ কিন্ডারগার্টেনে অত্যন্ত উৎসব মূখর পরিবেশে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে উৎসব অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ রাশেদ খানের সভাপতিত্বে পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন হাজী এম এ আউয়াল, প্রধান আলোচক প্রবীন শিক্ষক নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন অ্যাড. শাহ আলী মোহাম্মদ পিন্টু খান, রোটারিয়ান ইয়াকুব হোসেন প্রদীপ, সালাহউদ্দিন কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের অধ্যক্ষ শারমিন ফারজানা, কদমরসুল আইডিয়াল স্কুলের অধ্যক্ষ রিনা আক্তার, বর্ণমালা শিশু নিকেতনের অধ্যক্ষ ফারিয়া ইসলাম রুবী, পরিচালক জি এম হাসান মাহমুদ, আদম আলী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ জিয়াউল হক।

দুই শতাধিক অভিভাবক ও শিক্ষার্থীর উপস্থিতিতে বন্দর আদর্শ কিন্ডারগার্টেন প্রাঙ্গণ সকালে উৎসব মুখর পরিবেশে শুরু হয় পিঠা উৎসব। অর্ধশত রকমারি পিঠার সাথে শিশু শিক্ষার্থীদের পরিচিত করে তোলার পাশাপাশি বিভিন্ন স্বাদের পিঠা উপভোগ করার এক ব্যতিক্রম আয়োজন । প্রতি বছরের মত এবারও দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করে বন্দর আদর্শ কিন্ডারগার্টেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments