বিচার বিভাগের আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার বিচার বিভাগ’র পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে কবিতা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পতাকা র‌্যালীসহ নানা কমর্সূচির আয়োজন করা হয়েছে। রবিবার (২৬ মার্চ) সকালে আদালত প্রাঙ্গনে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জেলার বিচার বিভাগ আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আস্সামছ জগলুল হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস, শ্রম আদালতের চেয়ারম্যান কিরণ শংকর হালদার।

অনুষ্ঠানে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের গুরুত্ব তুলে ধরেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস। এছাড়া বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিরা।

শিশুদেরকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছ জানিয়েছে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন বলেন, তোমাদেরকে স্বাধীনতার গল্প ও ছবি আকঁতে হবে। আমাদের স্বদেশকে আকঁতে হবে। শিশুদেরকে বেশি বেশি কবিতা ও গল্পের বই কিনে দিতে তাদের অভিবাবকদের প্রতি আহবান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা জজ উম্মে সরাবন তহুরা, মো. শাহাবুদ্দিন, শাম্মি আখতার, আমিনুল হক, যুগ্ম জেলা জজ মাসুদা ইয়াসমিন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: বদিউজ্জামান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সানজিদা সারওয়ার, কাউসার আলম, ইমরান মোল্লা, শামসুর রহমানসহ বিভিন্ন আদালতের বিচারক ও ম্যাজিস্ট্রেটরা। অনুষ্ঠানে আরও অংশ গ্রহন করেন, পাবলিক প্রসিকিউটর মো. মনিরুজ্জামান, জিপি মেরিনা আখতার, জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস, কোর্ট পুলিশ পরিদর্শক আসাদুজ্জামানসহ আদালতের সকল সহায়ক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এর আগে ভোরে ৩১ বার তোপধ্বনি ও চাষাড়া বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের বিভিন্ন কমর্সুচী শুরু করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ ও পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। পরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সহ বিভিন্ন রাজনৈতিক দল। এর আগে শিশু কিশোর সংগঠন খেলাঘর আসর নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় পতাকা নিয়ে একটি বর্ণ্যাঢ্য পতাকা র‌্যালী বের করে।