লাইভ নারায়ণগঞ্জ: শামীম ওসমানের ডাকা সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ের সামনে তৈরি করা অস্থায়ী মঞ্চের সামনে অতিরিক্ত পুলিশ সদস্যদেরকে মোতায়ন করা হয়েছে।
শুক্রবার (২মার্চ) দুপুর ২টায় সরেজমিনে দেখা গেছে, মঞ্চের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন পুলিশ সদস্যরা। পাশাপাশি নারী পুলিশ সদস্যদেরকেও নিয়ে আসা হয়েছে।
জানা গেছে, সমাবেশ শান্তীপূর্ন ও শৃঙ্খল করতে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আরো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মোতায়ন করা হতে পারে।
দেখে গেছে, ইতিমধ্যেই সমাবেশস্থলে আসা শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। সমাবেশের ছোটখাট কাজগুলো সমস্বয় করে দ্রুত শেষ করার কাজও করে যাচ্ছেন আয়োজকরা।