লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে সেলিনা হায়াৎ আইভীকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ও দলের সংসদীয় বোর্ডের যৌথ সভায় শুক্রবার (৩ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আইভীর মনোনয়ন চূড়ান্ত করা হয়।
মনোনয়ন পাওয়ার পর মেয়র আইভী বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছি নারায়ণগঞ্জবাসী ও তৃণমূলে পক্ষ থেকে। তৃণমূলের স্বপ্ন ছিলো আশা ছিলো যে, নেত্রী আমাদের হতাশ করবে না। এবং নারায়ণগঞ্জবাসীর হৃদয়ের স্পন্দন শুনেই নৌকার প্রার্থীর কাছে তুলে দিয়েছেন। ওনি যোগ্য মনে করেছেন বলেই আমাকে নৌকা দিয়েছেন।
মেয়র বলেন, আমি মনে করি ১৬ জানুয়ারি স্বাধীনতার ৫০বছর বিজয়ে আরেকটা বিজয় তুলে দিতে পারবো এবং নারায়ণগঞ্জবাসীর কৃতজ্ঞতাবোধ আছে। আমি নারায়ণগঞ্জবাসী ও আমার দলের নেতাকর্মীদের প্রতি অসম্ভব কৃতজ্ঞ। এছাড়া আমি আমার দলের প্রতি আমার নেত্রীর প্রতি এবং নমিনেশন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি নারায়ণগঞ্জবাসীকে যে যে প্রতিজ্ঞা করেছি সমস্ত প্রতিজ্ঞা আমি পুরণ করবো।