স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদ ভাষা সৈনিকের প্রতি গভি শ্রদ্ধা রেখে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেছে সোনারগাঁ উপজেলা আহ্বায়ক আওয়ামী লীগ।
রবিবার ( ২১ ফেব্রুয়ারী ) সকালে যথাযর্থ মর্যাদায় সোনারগাঁ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এ পুস্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া ও যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে এ পুস্পস্তাপক অর্পন করা হয়।
এ সময় সোনারগাঁ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।