লাইভ নারায়ণগঞ্জ : গরু চড়ানোর কথা বলে ফুসলিয়ে বিলে নিয়ে ৬ বছরের এক মাদ্রাসা ছাত্রকে বলৎকারের ঘটনায় লম্পট সোহাগ (২৮) কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বন্দর থানার কল্যান্দীস্থ নয়ানগর এলাকায় অভিযান চালিয়ে উক্ত লম্পটকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মাদ্রাসা ছাত্রের মা রোমা বেগম বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৯ (১) মামলা দায়ের করেন। যার মামলা নং- ৫১(২)১৯।
জানা গেছে, শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বন্দর উপজেলার কল্যান্দী নয়ানগর এলাকার রোমা বেগমের ছেলে মাদ্রাসা ছাত্র (৬)কে গরু চড়ানোর কথা বলে বাড়ির সামনে থেকে ফুসলিয়ে ধোপাখালের বিলে নিয়ে যায় একই এলাকার ইসমাইল মিয়ার লম্পট ছেলে সোহাগ (২৮)।
পরে শিশুটিকে ফসলি জমিতে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক পায়ুপথ দিয়ে বলাৎকার করে পালিয়ে যায়। পরে আহত মাদ্রাসা ছাত্র বিষয়টি তার মাকে জানালে তার মা ঘটনার ওই দিন দুপুরে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ বলৎকার ঘটনায় লম্পট সোহাগকে তার এলাকা থেকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে বলৎকার মামলার তদন্ত অফিসার বন্দর থানার উপ-পরিদর্শক মাহফুজ রানা জানান, ধৃত লম্পট সোহাগ সত্যতা স্বিকার করেছেন। শনিবার দুপুরে তাকে উক্ত মামলায় আদালতে প্রেরণ করা হয়।
৯ বছরের শিশু ধর্ষণ: ধর্ষকের মা আটক, পলাতক ধর্ষক