আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে তিনটি গ্রুপে শিক্ষার্থীরা লেখা পাঠাবে-ক) ৫ম শ্রেনি হতে ৮ম শ্রেনি, খ) ৯ম হতে দ্বাদশ ও গ) ডিগ্রি/অর্নাস/মার্স্টাস ও সর্ব সাধারণ। লেখা হতে হবে ৩০০ শব্দের মধ্যে।
লেখার সাথে অংশগ্রহণকারির নাম, ঠিকানা, ফোন নাম্বার, ক্লাশ, বয়স ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম সংযুক্ত করবে। পূর্বে কোথাও প্রকাশিত লেখা দেয়া যাবে না। শিক্ষার্থীদের লেখা বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদনা করে ‘লাইভ নারায়ণগঞ্জ’ অনলাইন নিউজ পোর্টালে প্রকাশ করা হবে।
এছাড়াও সেরা লেখা নিয়ে ‘লাইভ নারায়ণগঞ্জ’ এর বিশেষ প্রকাশনা ‘জীবনধারা’য় প্রকাশিত হবে। যে প্রকাশনায় থাকবে নারায়ণগঞ্জের ভাষা আন্দোলন ইতিহাস ও ভাষা সৈনিকদের কথা, ভাষার একাল সেকাল নিয়ে বিশিষ্টদের প্রতিক্রিয়া/ অনুভূতি, শহীদ মিনারের সচিত্র প্রতিবেদন। ‘জীবনধারা’য় প্রকাশিত লেখা হতে প্রতিটি গ্রুপ এর সেরা দশজন করে মোট ত্রিশজনকে পুরস্কৃত করা হবে।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানও সম্মাননা সনদ পাবে।
ডাক যোগে বা সরাসরি: লাইভ নারায়ণগঞ্জ, রুম নং ৬১০, ফজর আলী ট্রেড স্টোর, ৭৮ বঙ্গবন্ধু সড়ক, ২নং রেল গেইট সংলগ্ন, নারায়ণগঞ্জ।
অথবা, ই-মেইল: livenarayanganj24@
অথবা,লাইভ নারায়ণগঞ্জের ফেসবুক পেইজের ইনবক্সwww.facebook.com/
যে কোন প্রয়োজনে ফোন করুন: ০১৯৭৭৭৪৮৮০৬, ০১৯৭৭৭৪৮৮০২