লাইভ নারায়ণগঞ্জ: জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি মুক্তার হোসেন এর রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
২৬ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে এ আয়োজন করা হয়।
বর্তমানে লাইফ সার্পোটে চিকিৎসাধীন এ ক্রীড়া সংগঠকের আশু রোগমুক্তি কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন রেজাউল ইসলাম।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এজেডএম ইসমাইল বাবুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সভাপতি তানভীর আহমেদ টিটু।
দোয়ায় আরো উপস্থিত ছিলেন- এনায়েতনগর ইউপি’র চেয়ারম্যান আসাদুজ্জামান, ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, সদস্য মোঃ জাকির হোসেন শাহিন, জাহাঙ্গীর আলম, আরিফ মিহির, মাহবুবুল হক উজ্জল, ফিরোজ মাহমুদ সামা, মাহবুব হোসেন বিজন, গৌতম কুমার সাহা, ডিএফএ’র কোষাধ্যক্ষ রবিউল হোসেন, সদস্য মোঃ জসিম উদ্দিন ছাড়াও সাবেক ক্রিকেটার মিজানুর রহমান মিজান, আরমান হোসেন জুয়েল, ক্রীড়ানুরাগী মোঃ ফারুক হোসেন, এনায়েতনগর ইউপি’র প্যানেল চেয়ারম্যান আতাউর রহমানসহ আরও অনেকে।