বৃহস্পতিবার ( ৪ মার্চ ) সকাল ১১টায় শহরের দুই নং রেলগেইটস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদলের সঞ্চালনায় জেলা আওয়ামীলীগের জরুরী সভায় এই সিদ্ধান্ত গৃহীত করা হয়।
এবং ১৭ই মার্চ সকাল দশটায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা এবং সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনে জমকালো আতশবাজি ফোটানো ও চাষাঢ়া শহীদ মিনারে প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী ২৫ মার্চ সন্ধ্যায় শহীদদের স্মরণে দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া ও মোমবাতি প্রজ্বলন। এছাড়াও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল দশটায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি এবং আলোচনা সভা ও সন্ধ্যায় সমগ্র জেলা ও শহরের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে আতশবাজি ফোটানো হবে জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতৃস্থানীয় নেতাদের তত্ত্বাবধানে।
এবং সন্ধ্যায় চাষাঢ়া শহীদ মিনারে প্রাঙ্গনে গন সংগীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।