রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন না.গঞ্জ পুলিশ সুপার

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারয়ণগঞ্জ: রাষ্ট্রপতি আব্দুল হামিদকে ইংরেজী নতুন বর্ষের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার হারুন আর রশীদ। বুধবার (১ জানুয়ারি) বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফুল দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানান তিনি।

পরবর্তীতে তিনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কুশলবিনিময় ও ফুল দিয়ে নববর্ষের শুভেচ্ছা নিবেদন করেন। এছাড়াও স্বররাষ্ট্রমন্ত্রীর বাসভবনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ।

এব্যাপারে মিডিয়া ইন্সেপেক্টর, জেলা পুলিশের ডিআইটু সাজ্জাদ রোমন বলেন, বুধবার বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার হারুন অর রশীদ। পরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নববর্ষের শুভেচ্ছা জানান। সবশেষে স্বরাষ্ট্রপতি আসাদুজ্জামানের সাথে দেখা করেন পুলিশ সুপার এবং ফুলেল শুভেচ্ছা দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানান।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments